কৃষক কষ্টে আছে। ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। গোয়ালা দুধ বিক্রি করতে পারছেন না। আমরা নায্যমূল্যে নিশ্চিতের পাশাপাশি এই খাদ্যসামগ্রী সাধারন মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে চাই। আমরা চাই কৃষক হাসুক। মানুষ তার দরকারি পুষ্টি উপাদান পেতে সস্তায় কৃষিপণ্য কিনতে পারুক। আমরা বিশ্বাস করি, কৃষত বাঁচলেই বাংলাদেশ বাঁচবে।
কৃষকের জন্য কাজ করতে চাইলে যুক্ত হতে পারেন আমাদের এ প্রচেষ্টায়। আমরা দেশব্যাপি একটি শক্তিশালী কৃষি বিপণন নেটওয়ার্ক তৈরি করে যাচ্ছি।