মৃৎশিল্পীরা ভালো নেই। জামদানির কারিগররা? নকশি কাঁথার মায়েরা? হাতপাখা আর টেপাপুতুল, কিংবা শখের হাড়ি তৈরির শিল্পীরা? না, করোনায় কেউ ভালো নেই। লকডাউন আর করোনার অভিঘাতে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় অধিকাংশ পণ্য অবিক্রিত থেকে যাচ্ছে এসব শিল্পীদের। সংযোগ পরিবার এই শিল্পীদের পাশে দাঁড়িয়েছে। তাদের অবিক্রিত পণ্য বিক্রির দায়িত্ব নিয়েছে। যারা এতোদিন আমাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তারা দেশের প্রান্তিক শিল্পীদের পাশে দাঁড়াবেন বলে আমাদের বিশ্বাস ।