সংযোগ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও দরকারি ওষুধ সুলভে নিশ্চিত করতে চায়। করনোয় বিপর্যস্ত মানুষ যেন ন্যয্যমূলে তার দরকারি ওষুধটি সংগ্রহ করতে পারে, সহজে; সুলভে যাতে দরকারি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয় করতে পারে, সেটি নিশ্চিত করতে চায়।
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও দরকারি ওষুধে বেনায়ারা দাম বাড়িয়ে দিয়েছে। সাধারন ক্রেতার সাধ্যের বাইরে যেন সব। সংযোগ এই অবস্থার পরিবর্তন চাই। মানুষের জন্য বিকল্প বিপনন ব্যবস্থা করতে চায়। সংযোগের এ উদ্যোগে দরকার অসংখ্য ভালো মানুষ , যারা লাভের চেয়ে মানুষের জীবন বাঁচানোকে বেশি গুরুত্বপূর্ণ ভাববেন। জীবন বাঁচানোর সামগ্রী ন্যয্য মূল্যে দিয়ে বিকল্প বিপণন ব্যবস্থা তৈরিতে কাজ করবেন।