Donate For Songjog CareHome

1
৳ 20,450.00 of ৳ 1,000,000.00
Category:

Description

“আসুন অসহায় মানুষের জন্যে সংযোগ ঘটাই
সংযোগ কেয়ারহোমের পাশে থাকি”

কোভিড পেন্ডেমিকে মেডিকেল পিপিই ও মেডিকেল অক্সিজেন নিয়ে সারা দেশে কাজ শুরু করে সংযোগ,যাত্রাকাল মার্চ ২৭, ২০২০। কোভিডে বাসাবাড়িতে কোভিড পেশেন্টদের অক্সিজনে সিলিন্ডার বিনামূল্যে সরবরাহ করার সময় সংযোগ ভলান্টিয়াররা দেখতে পান অসহায় কোভিড আক্রান্ত মানুষের পাশে কেউই নাই,না নিকটজন ,না প্রতিবেশি।সেই বছরের শুরু হয় সংযোগের কেয়ারগিভিং সার্ভিস,যা পুরো কোভিড পেন্ডেমিকের সময় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্বেচ্ছাসেবকেরা করে গিয়েছে।

২০২২ এ শুরু হয় সংযোগ কেয়ারহোমের। মূলত কোভিডকালীন সময়ের অভিজ্ঞতা,নানান বয়সের অসহায় মানুষের সেবা দেয়া এবং একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থার চিন্তা করে জন্ম হয় সংযোগ কেয়ারহোমের।

বর্তমানে কেয়ারহোমে ২৫ জন থাকেন। এদের মধ্যে বয়স্ক মানুষ যেমন আছেন তেমনি আছে শিশুরা,কারো বাবা থেকেও নাই,কারো আর্থিক অসংগতি থাকা সত্ত্বেও কেয়ারহোমে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। কেয়ারহোমে ৭ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আছেন যারা অনার্স এবং মাস্টার্সে পড়াশোনা করছেন ঢাকা ও ঢাকার বাইরের শিক্ষাঙ্গনে। পড়াশোনার পাশাপাশি ওরা বেসিক কম্পিউটার প্রশিক্ষণ,কল সেন্টার প্রশিক্ষণ,স্পোকেন ইংলিশ,ডিজিটাল মার্কেটিং সহ নানান কর্মমুখী শিক্ষায় নিজেদের দক্ষ করে তুলছে যাতে পড়াশোনা শেষ করে নিজেরা স্বাবলম্বী হতে পারে উদ্যক্তা হিসেবে অথবা চাকরি পেতে পারে নিজ যোগ্যতায়।

২৫ জন মানুষের জন্যে সবার সহযোগিতা দরকার। উনাদের খাদ্য,চিকিৎসা সেবা ও খরচ,শিক্ষা খরচ(শিক্ষার্থীদের জন্যে) , অসুস্থ ব্যক্তিদের ওষুধ ও নার্সিং/কেয়ারগিভিং সেবার খরচ, বাসস্থানের খরচ সহ নানান খরচ মাস শেষে দাঁড়ায় ২,৭৫,০০০/- টাকা

আমরা আগামী এক বছরের জন্যে এই ২৫ জন মানুষের খরচের টাকা সংগ্রহের জন্যে সবার কাছে মিনতি করছি । এক বছরের জন্যে খরচের টাকা লাগবে ২৭৫,০০০*১২=৩৩,০০,০০০/- (তেত্রিশ লাখ টাকা) ,

আসুন,
সবাই মিলে এই অসহায় মানুষ গুলোর পাশে থাকি।

আপনার যাকাত, সদকা বা যেকোনো ডোনেশন দিয়ে শরিক হোন সংযোগ কেয়ারহোমে।

 

সংযোগ কেয়ারহোমের ঠিকানাঃ https://maps.app.goo.gl/FtY8ofCwf9e7mAch9

🎥 কেয়ারহোম ভিডিও: https://youtu.be/k6WR-T6brLQ?si=ov3k2IzdDOvXDcav

বিভিন্ন উপায়ে আপনি কন্ট্রিবিউশন করতে পারেন:

💻 ওয়েবসাইটের মাধ্যমে: songjog.org

🏦 ব্যাঙ্ক অ্যাকাউন্ট:

Account Name: Songjog Connecting People Foundation

Account No: 001311100014763

Branch: Uttara Branch

Southeast Bank Limited

Routing: 205264638

💳 পেপ্যাল: https://www.paypal.com/donate/?hosted_button_id=DQB3N4WMMT5S4

💰Zelle: Zelle-এর সাথে admin@songjogfoundation.org ব্যবহার করুন।

📱 বিকাশ/নগদ মার্চেন্ট: +880 1896-020769

আর আপনার পরিচিত যেকোন বয়সের অসহায় মানুষের প্রয়োজনে সংযোগ কেয়ারহোমে থাকার জন্যে পাঠাতে পারেন,পাঠানোর আগে আমাদের রিকুয়ারমেন্ট অনুযায়ীই ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।