Description
মায়িশা ফারজানা
নারিকেল বাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৭ম শেনীতে পড়ে
বর্তমানে তার দুইটা কিডনী নস্ট।
তার বাবা ফিরোজ হোসেন, সামরিক বাহিনী তে করপোরাল পদবী তে ছিলো।
মা: শারমিন নাহার, গৃহিণী।
ডাকঘর : নারিকেল বাড়ীয়া
থানা : বাঘার পাড়া
জিলা : যশোর।
এখন চিকিৎসার জন্য ভর্তি আছে, তার দুইটা কিডনী স্থানান্তর করতে হবে, তার বাবা নিজে মেয়েকে কিডনী দিবেন, এখন তার এই কিডনী স্থানান্তর এর জন্য অনেক টাকার প্রয়োজন।
মায়িশার বাবা মা এর পাশে আমরাও বাবা মা হয়ে উপকারের হাত বাড়িয়ে দেই।