ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষক মিনহাজ উদ্দিন স্যারের সুচিকিৎসার জন্যে সহযোগিতার আবেদন।

1
৳ 14,700.00 of ৳ 200,000.00
ended 9 months ago
Category:

Description

ঢাকা বিশ্ববিদ্যালয় এর লাইব্রেরি সাইন্সের সাবেক শিক্ষক মিনহাজ উদ্দিন স্যারের সুচিকিৎসার জন্যে সবার সহযোগিতা দরকার।

মিনহাজ উদ্দিন স্যার গত পাঁচ মাস ধরে কেয়ারহোমে আছেন।উনি যখন আমাদের কাছে আসেন পুরো শরীরে বেডশোররের ক্ষত ছিল।কিছু কিছু ক্ষত এতটাই গভীর ছিল যে সেগুলো এখন গত পাঁচমাস নিয়মিত ড্রেসিং করার পর অনেকটাই পূরণ হলেও স্কিনগ্রাফটিং ছাড়া বাকি ক্ষতের জায়গা গুলো পূরণ করা সম্ভব না।

স্যারের জন্যে ডেডিকেটেড নার্স আছে।প্রতিদিন ড্রেসিং করে এখন অনেকটা ভালোর দিকে।তবে পুরোপুরি সুস্থ বা বেডশোর রিমোভ করার জন্যে স্কিনগ্রাফটিং এই মুহুর্তে জরুরি।

তাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামীকাল স্যারকে শেখ হাসিনা প্লাস্টিক ও বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হবে।সেখানকার বিভাগীয় প্রধানের তত্ত্বাবধানে উনার চিকিৎসা সেবা চলবে আশা করছি।

তবে চিকিৎসা ব্যয় কত হবে এটা এখনই বলা যাচ্ছে না।স্কিনগ্রাফটিং এর নরমাল প্রসিডিওর মোতাবেক হয়তো স্যারকে বার্ন ইউনিটে মাস খানেক বা তার কম বেশি থাকতে হতে পারে।

আনুমানিক দুই লাখ টাকা লাগতে পুরো চিকিৎসা সেবা সম্পন্ন হতে

স্যারের জন্যে এই মুহুর্তে এই ফান্ড নাই আমাদের কাছে।

সবাই এগিয়ে আসুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই সহ সকল শিক্ষক ছাত্র সর্বস্তরের মানুষ এগিয়ে আসলে স্যারের এই উন্নত চিকিৎসা করানো সম্ভব।

Songjog Carehome

Bank Account Name: Songjog Connecting People Foundation

Bank Account no:

001311100014763,

Uttara Branch,

Southeast Bank Limited

Bkash merchant

+880 1896-020769

Paypal Account:

https://www.paypal.com/donate/…

To use Zelle,anyone can use

admin@songjogfoundation.org