Description
দুর্যোগে সংযোগ।
সিত্রাং ঘূর্ণিঝড় আক্রান্ত মানুষের পাশে সংযোগ
ঘূর্ণিঝড় সিত্রাং, আঘাত হেনেছে উপকূলবর্তী এলাকায়। পটুয়াখালী, বরগুণা, সাতক্ষীরা, নোয়াখালী, খুলনা, চট্টগ্রামসহ বেশ কয়েকটি জেলার মানুষ আজ দূর্যোগ কবলিত। নিজ বাড়ি ছেড়ে অনেকেই উঠেছে আশ্রয় কেন্দ্রে। কেউ বাড়ি ছেড়েও আসতে পারিনি। বাঁধ ভেঙ্গে পানি উঠে আসছে বাড়িতে।
দুর্যোগকালীন সমস্যা এখনই বড় করে দেখা দিয়েছে। নেই পর্যাপ্ত খাবার, নেই সুপেয় পানি, স্বাস্থ্য সেবার ব্যবস্থাও নেই। আশ্রয়স্থলের অবস্থাও ভগ্নদশা।
দূর্যোগকালীন এই সময়ে, দুর্যোগকবলিত অসহায় মানুষদের এখন আমাদের সাহায্য প্রয়োজন। খাদ্য, সুপেয় পানি, জরুরী স্বাস্থ্য সেবা প্রয়োজন। এরপর প্রয়োজন দ্রুত পূনর্বাসন।
আপনাদের সামান্য কন্ট্রিবিউশান, দুর্যোগকবলিত মানুষকে স্বস্তি দিবে, মুখে হাসি ফুটাবে।
আমরা সংযোগ ভলান্টিয়াররা প্রস্তত।
আপনাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে প্রয়োজনীয় জিনিস ও সেবা আমাদের সংযোগ ভলান্টিয়াররা পৌছে দিবে দূর্যোগকবলিত মানুষের কাছে।