হাতিয়া, বরিশাল, সাভার, আশুলিয়া, কিশোরগঞ্জ, কক্সবাজার, মুন্সিগঞ্জ ও ভৈরবের প্রায় হাজার অধিকনন এমপিও ভুক্ত স্কুল ও মাদ্রার শিক্ষকদের নগদ অর্থ সহায়তার আওতায় এনেছে সংযোগ : কানেক্টিং পিপল। সংযোগ বিশ্বাস করে মানুষের পাশে অর্থ সহায়থা নিয়ে দাড়ালে মানুষের আত্নবিশ্বাস বাড়ে, দূর্দিনে মানুষ সাহস পায়।